একটা সময় সত্যিই জীবনটা চলে না। কিন্তু আমরা চালিয়ে নেই, মানিয়ে নেই, কারণ জীবন তো একটাই। জীবনে তো বাচতে হবে তাইনা। যখন আপনার শূন্য পকেট থাকবে তখন কেউই আপনার পাশে আসবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইই ভুলে যাবে। এমনকি বিয়ে করার জন্য কোন পাত্রীও খোঁজে পাবেন না। যখন আপনি সফল হবেন। তখন পাত্রীর অভাব হবে না। কিন্তু ওই সময় কেউ আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখে। কারণ আপনার সফলতা তো আপনি নিজে একাই সংগ্ৰাম করে অর্জন করেছে। সেই ক্ষেত্রে যে শূন্য পকেটে পাশে থাকে, সেই সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এটাই জীবনের কঠিন বাস্তবতা।
১৯ অক্টোবর ২০২২ | মুটুকপুর | রাত ৯:৩০
0 Comments