একটি অফার: প্রচুর পারিশ্রমিক আবার খুব‌ই সহজ কাজ


এমন একটি কাজ। যার জন্য আপনাকে প্রচুর পারিশ্রমিক দেওয়া হবে। আবার খুব‌ই সহজ কাজ।

তাহলে এই অফারটি গ্রহণ করা আপনার জন্য সহজ ও লোভনীয় হওয়ার কথা নয় কি?
তেমনই একটি কাজ হচ্ছে 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম'- এই কথাগুলো বলার মধ্য দিয়ে জিকির করা।
সহীহ বুখারীর ৭৫৬৩ নং হাদীসে উল্লেখ আছে-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : দু’টি কলেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহ্‌র কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ, (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী।

(বাণী দু’টি হচ্ছে,
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
سُبْحَانَ اللهِ الْعَظِيمِ


'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আজিম’

আমরা আল্লাহ্ তা’আলার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতীব পবিত্র।

0 Comments

Omer Faruk Naim is an Bangladeshi journalist and author. He is the reporter of Dhaka Post, the most visited Bengali language online portal in Bangladesh.