ডিবিসি নিউজে নিয়োগ পেলেন ওমর ফারুক নাঈম



নিজস্ব প্রতিবেদক:

দেশের শীর্ষ সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ওমর ফারুক নাঈম।
ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল আহসান ১ জানুয়ারি ২০২৫ থেকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন।
ওমর ফারুক নাঈম এক‌ইসাথে দেশের শীর্ষ জাতীয় দৈনিক কালবেলা ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে কর্মরত আছেন।
এরআগে নাঈম শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার থেকে প্রকাশিক সাপ্তাহিক পূর্বদিকের অনলাইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এক‌ইসাথে মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে চলতি দায়িত্ব পালন করছেন।
তিনি পেশাগত কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ওমর ফারুক নাঈমের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ০১৭০৬৬২৪৬৩২ ও ইমেইল omerfaruknaim@gmail.com ।

0 Comments

Omer Faruk Naim is an Bangladeshi journalist and author. He is the reporter of DBC News and Daily Kalbela.