ঢাকা পোস্টের সেরা প্রতিনিধি হলেন ওমর ফারুক নাঈম





নিজস্ব প্রতিবেদক:: 

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম ২০২২ সালের সেরা কর্মী-জেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। 

১২ মার্চ রাজধানীর বারীধারা ডিপ্লোমেটিক এলাকায় অবস্থিত ঢাকা পোস্টের অফিসে ওমর ফারুক নাঈমসহ সেরা ছয়জন জেলা প্রতিনিধিকে সংবর্ধিত করা হয়। ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন সম্পাদক মহিউদ্দিন সরকার। গণমাধ্যমটি গত ১৬ ফেব্রুয়ারি ২ বছর পেড়িয়ে ৩য় বছরে পা রেখেছে। 

ওমর ফারুক নাঈম দীর্ঘ দুই বছর ধরে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পত্রিকা দৈনিক প্রতিদিনের সংবাদ’এর মৌলভীবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ, নয়া শতাব্দি, সিলেটের জনপ্রিয় সিলেট ভিউ, মৌমাছি কন্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। নাঈম মৌলভীবাজার থেকে প্রকাশিক সাপ্তাহিক পূর্বদিকের অনলাইন ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্য ভিত্তিক বাংলা টেলিভিশন আইওন টিভির বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। 

0 Comments

Omer Faruk Naim is an Bangladeshi journalist and author. He is the reporter of Daily Kalbela.